ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় বিদ্যালয় নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন

বানারীপাড়ায় বিদ্যালয় নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় বিহারী লাল একাডেমী ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্ধ্যা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে আবারো মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় সংলগ্ন নদীর তীব্র ভাঙ্গন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে  ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর কবির, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র বাড়ৈ, সহকারী শিক্ষক নরেন্দ্র নাথ বাড়ৈ, মো. করিম হোসেন, পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার মিস্ত্রী, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, স্বরূপকাঠি উপজেলার সুঠিয়াকাঠি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজু, বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, স্থানীয় সমাজসেবী সংগঠন চন্দ্রা ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ, এলাকাবাসী, অভিভাবক,  শিক্ষকরা কর্মসূচিতে অংশ নেন।   

মানববন্ধনে ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এর আগেও বিদ্যালয় দুটি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করা হয়েছিলো। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরেও লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান দুটি ভাঙ্গন রোধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। একই কথা বলেন, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হেসেন । 

এমতাবস্থায়  বিদ্যালয় সংলগ্ন ভাঙ্গন রোধের জন্য কার্যকরী টেকসই পদক্ষেপ গ্রহনের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম’র প্রতি জোর দাবী জানিয়েছেন তারা।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন