বানারীপাড়ায় বিদ্যালয় নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন

বরিশালের বানারীপাড়ায় বিহারী লাল একাডেমী ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্ধ্যা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে আবারো মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এর আগেও বিদ্যালয় দুটি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করা হয়েছিলো। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরেও লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান দুটি ভাঙ্গন রোধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়নি। একই কথা বলেন, বিহারী লাল একাডেমীর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হেসেন ।
এমতাবস্থায় বিদ্যালয় সংলগ্ন ভাঙ্গন রোধের জন্য কার্যকরী টেকসই পদক্ষেপ গ্রহনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম’র প্রতি জোর দাবী জানিয়েছেন তারা।
এইচেকআর