ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় ৩৩৩ নম্বরে ফোন : খাদ্য সহায়তা পেল ১০টি দুস্থ পরিবার

 আগৈলঝাড়ায় ৩৩৩ নম্বরে ফোন : খাদ্য সহায়তা পেল ১০টি দুস্থ পরিবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় জরুরী সেবা ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলেন ১০টি দুস্থ পরিবার। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত¦রে তাদের এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো. আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন জানান, খাদ্য সহায়তা প্রাপ্তদের মধ্যে বাকাল ইউনিয়নে ৩জন, গৈলা ইউনিয়নে ৫জন, বাগধা ইউনয়নে ১জন ও রতœপুর ইউনিয়নে ১জনসহ মোট ১০জনকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় । এদের প্রত্যেককে চাল, ডাল, তেল, লবন, চিনি সহায়তা প্রদান করা হয়েছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন