আমতলীতে মাদক কারবারি বাবুল ফকির গ্রেফতার

বরগুনার আমতলীতে মাদক উদ্ধার অভিযানকালে বাবুল ফকির (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদারের নিদের্শনা অনুযায়ী থানার এসআই মোঃ মিলন মিয়ার নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স সহ আমতলী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন ২নং কুকুয়া ইউনিয়নের চরখালী গ্রামের হাজী আর্শেদ হাওলাদার এর বাড়ীর সামনের মসজিদের পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ১০ (দশ) পিস ইয়াবা বড়িসহ কুকুয়া ইউপির চরখালী, গ্রামের মোঃ আনসার আলী ফকিকেরর পুত্র মোঃ বাবলু ফকির (২৫)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বাবুল ফকিরের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনী ১০ (ক)/৪১ ধারা অনুযায়ী আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমবি