ঢাকা সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

Motobad news

নগরীর ২২ নং ওয়ার্ডের সড়ক ড্রেন খাল সংস্কারের দাবিতে বাসদের বিক্ষোভ

নগরীর ২২ নং ওয়ার্ডের সড়ক ড্রেন খাল সংস্কারের দাবিতে বাসদের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর সড়ক, ড্রেন ও খাল সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সড়ক, ড্রেন ও খাল সংস্কারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল  ১১টায় নগরীর জিয়া সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ২২ নং ওয়ার্ডের চৌমাথা শাখার শ্রমিক ফ্রন্ট সভাপতি ফিরোজ মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা। 

এ সময় মনিষা বলেন, ২২ নং ওয়ার্ডের রাস্তাঘাটের দুরাবস্থার কথা বরিশালের সব মানুষ জানে। জিয়া সড়ক, লোহার পোল, শেরে বাংলা সড়ক, কাজীপাড়া এসব এলাকায় জনগন বৃষ্টি হলে হাটুপানিতে সাঁতার কাটে, ভাঙা রাস্তায় গাড়ি উলটে যায়। জনগনের দুর্ভোগ নিরসনে সাড়ে ৩ বছরে কোন উদ্যোগ নেয়া হয়নি। জিয়া সড়কের খাল ড্রেনে পরিণত হয়েছে, ড্রেনগুলি সংস্কারের অভাবে মশার খামারে পরিণত হয়েছে। 

 অবিলম্বে ২২ নং ওয়ার্ডের সকল  রাস্তা সংস্কার,ড্রেন সংস্কার ও খাল সংস্কার ও পুনরুদ্ধারের জন্য জোর দাবি জানান ।  সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে রাস্তা মেরামত ও খাল-ড্রেন সংস্কারের দাবিতে কমিশনার বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয় । 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন