ঢাকা সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামী গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিযে তাদের গ্রেপ্তার করা হয় ।  

আটকৃত পলাতক আসামীরা হলো উপজেলার চক্রিবাড়ি গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার ওরফে রাজ্জাক (৩৭), বারপাইকা গ্রামের ইব্রাহিম ফকিরের ছেলে শাহীন ফকির (৩০) ও সোমাইরপাড় গ্রামের মৃত সালাম গোমস্তার ছেলে রাজু গোমস্তা (২৮) ।  

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক ইয়ারউদ্দিন বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত ঐ তিন পলাতক আসামীকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার সকালে আটকৃত আসামীদেরকে  বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন