আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিস না করায় ভোগান্তি চরমে
বরিশালের আগৈলঝাড়ায় কর্মস্থলে যোগদানের এক মাসেও উপজেলা চেয়ারম্যান ও ইউএনও দেখা পাননি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদ উল্লাহ’র। এমনকি এই একমাসে পূর্বের কর্মকর্তার নাম ফলকও সরাতে পারেননি বর্তমান কর্মকর্তা। উপজেলা নির্বাচন অফিস পরিদর্শণে গিয়ে কর্মকর্তা না থাকায় জনগনের সেবা প্রদানের ভোগান্তিতে ক্ষুব্ধ কর্মকর্তাগন।
এক পর্যায়ে নির্বাচন অফিসের সামনে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম। তিনিও নির্বাচন কর্মকর্তাকে না পেয়ে এবং সেবা নিতে আসা জনগনের ভোগান্তি দেখে অসন্তোষ প্রকাশ করেন। চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অফিসে আসেন নির্বাচন অফিস সহকারী মোক্তার হোসেন।
অফিস সহকারী মোক্তার হোসেন জানান, তিনি নিজে কাজের জন্য ব্যাংকে গিয়েছিলেন। নতুন নির্বাচন কর্মকর্তা মো. সহিদ উল্লাহ এক মাস আগে গত ২৬ জুলাই আগৈলঝাড়ায় যোগদান করেছেন। নির্বাচন কর্মকর্তা বৃহস্পতিবার অফিসে না আসার কারন হিসেবে তিনি জানান, তিনি জেলা নির্বাচন অফিসের কাজ করছেন। এক মাসেও আগের কর্মকর্তার নাম ফলক না সরানোর ব্যাপারে তিনি বলেন, লোক খবর দেয়া হয়েছে, আজ কালের মধ্যে এটা অপসারণ করে নতুন কর্মকর্তার নাম লাগানো হবে।
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. সহিদ উল্লাহ ফোনে জানান, তিনি জেলা নির্বাচন অফিসে রয়েছেন, সেখানে কাজ করছেন। তিনি আগৈলঝাড়ায়ও অফিস করেন। তার পূর্বের অফিসের কিছু কাজ বাকি থাকায় সেগুলো শেষ করেতে সেখানে কাজ করছেন। অল্প দিনের মধ্যেই তিনি জেলার কাজ শেষ করে আগৈলঝাড়ায় পুরো সময় দিতে পারবেন। যোগদানের পরে ইউএনও’র সাথে সাক্ষাত হলেও উপজেলা চেয়ারম্যানকে না পাওয়ায় তাঁর সাথে সাক্ষাত হয়নি জানিয়ে বলেন ব্যক্তিগতভাবে তিনি তার সাথে দেখা করবেন।
এইচেকআর