বরিশালে কবি সুফিয়া কামাল কালিজিরা উদ্দীপন শাখার শুভ উদ্বোধন

বরিশালে কবি সুফিয়া কামাল কালিজিরা উদ্দীপন শাখা কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। সকল মানুষের কাছে উদ্দীপনের কার্যক্রম পৌছে দেয়ার লক্ষে প্রধান অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবীর।
উদ্দীপন বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবদুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্দীপন-বরিশাল জোনের জোনাল ব্যাবস্থাপক মোঃ কবীর হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্দীপনের সম্মানিত গ্রাহকবৃন্দ, উদ্দীপনের জোন, অঞ্চল এবং শাখা অফিসের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত কাউন্সিলর হুমায়ুন কবীর তার বক্তব্য বলেন, উদ্দীপন একটি স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান। এরা মানুষের কল্যাণে কাজ করে। তাদের এ কাজের ধারাবাহিকা বেগবান থাকুক এবং প্রত্যেক ওয়ার্ডে উদ্দীপনের একটি করে শাখা অফিস হোক এ আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালন করেন পিরোজপুর জোন ওয়াটার ক্রেডিট (ওয়াশ) কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ শাকিল আহমেদ
এমবি