ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

দিনদুপুরে গুলি করে ব্যাংক এজেন্টকে খুন

দিনদুপুরে গুলি করে ব্যাংক এজেন্টকে খুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-খোকসা সড়কে একটি ব্যাংকের মুজিবনগর উপজেলা শাখার এজেন্ট খাদেমুল ইসলামের (৩৫) পিঠে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আমঝুপি-খোকসা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খাদেমুল মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সিটি ব্যাংক থেকে টাকা নিয়ে গাংনী এজেন্ট ব্যাংকে যাচ্ছিলেন। আমঝুপি-খোকসা সড়কে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কাছাকাছি পৌঁছলে একটি মোটরসাইকেলে তিনজন হেলমেট পরিহিত ব্যক্তি গতিরোধের চেষ্টা করে।

গতিরোধ না করায় পেছন থেকে খাদেমুলের পিঠে গুলি ছোড়ে। এ সময় সে পড়ে গেলে হামলাকারীরা টাকার ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে। গুলির শব্দ ও ব্যাংক কর্মকর্তার আর্তচিৎকারে মাঠে কর্মরত লোকজনের ছুটে আসা দেখে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলাকারীরা টাকা ছিনতাই করতে পারেনি।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

গাংনী থানার ওসি মো. বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি; ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন