বিএমপির গোয়েন্দা কার্যালয় বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার
বিএমপি গোয়েন্দা কার্যালয় পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা দেড়টায় গোয়েন্দা কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন তিনি।
এ সময়ে গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ সকল অফিসারদের নিয়ে ব্রিফিংয়ে জনগণের কাছে কোন প্রকার আস্থার সংকট তৈরি না হয় সে মর্মে, স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে নির্দেশ প্রদান সহ নগরীতে মাদক উদ্ধার ও সকল প্রকার অসামাজিক কার্যক্রম বন্ধে আরও বেগবান হয়ে কাজ করতে বিশেষ তাগিদ প্রদান করেন পুলিশ কমিশনার।
এমবি