৬দফা দাবীতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ ৬দফা দাবীতে সারাদেশের ন্যায় বরিশালে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এ্যাড. এ কে আজাদ, তুষার সেন, প্রীতিলতা ব্রিগেড জেলা আহবায়ক মৌসুমি শর্মা, মহানগর ছাত্র ইউনিয়ন যুগ্ম আহবায়ক উল্লাস মালী,ব্রজমোহন কলেজের শিক্ষার্থী মৃনাল দে, বরিশাল কলেজের সাধারণ শিক্ষার্থী শর্মি ঘোষ সহ ছাত্র ইউনিয়ন কর্মী সুজয়, অরিত্র ও সবুজ খান।
বক্তারা দাবী করেন সকল শীক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও হেলথকোর্ড প্রদান করতে হবে, করোনাকালীন বেতন-ফি মওকুফ করে সেসন জট নিরসনে পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিং চালু করে ২০২০-২১সেসনের ভর্তি পরীক্ষা চালু করতে হবে।
এইচেকআর