ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে: এমপি শাহে আলম

শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে: এমপি শাহে আলম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে। বঙ্গবন্ধু আমাদের সকলের সম্পদ। তার আদর্শকে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে হবে। 
শুক্রবার সকাল ১১টায় উজিরপুর উপজেলার গুঠিয়ার জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা নুতন ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 তিনি বলেন, করোনায় অপূরণীয় ক্ষতি হয়েছে। তারপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ভাল আছি। অর্থনৈতিক চাকা সচল রয়েছে, ৫০ বছর পূর্বে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, তার কন্যা মধ্যম আয়ের দেশ উপহার দিয়েছেন। এ ধারা অব্যাহত থাকলে ২০ বছর পর উন্নত সমৃদ্ধশালী দেশ হবে। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস খান।  

মাওলানা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, জেলা পরিষদ সদস্য আওরঙ্গজেব হাওলাদার, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, বানারীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত কুন্ডু, প্রধান শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষক রফিকুল ইসলাম জগলুল লস্কর, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মহসিন মিঞা লিটন, স্কুল কমিটির সাবেক সভাপতি আতাহার আলী খান, প্রতিষ্ঠাতার ছেলে সজিব সরদার, জমি দাতার ছেলে মো. নুরুল আমিন খান প্রমূখ। 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন