ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

উদ্বোধনের ১১ দিন পর বিকল সি-ট্রাক, যাত্রীদের ভোগান্তি

উদ্বোধনের ১১ দিন পর বিকল সি-ট্রাক, যাত্রীদের ভোগান্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়া সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামালপুর জামথল ঘাট পর্যন্ত গত ১২ আগস্ট চালু হয় ২০০ আসনবিশিষ্ট সি-ট্রাক সেবা। তবে উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হয়ে পড়েছে বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস। এতে চারদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বগুড়া-জামালপুর নৌরুটে সি-ট্রাকে চলাচলকারী যাত্রীরা। তারা বিকল্প নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। তবে শুক্রবার (২৭ আগস্ট) সকালে সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জানান, এটি ঠিক হতে আরও দুদিন সময় লাগবে।


এর আগে ১২ আগস্ট ২০০ আসনবিশিষ্ট সি-ট্রাক সেবা চালু হয় সারিয়াকান্দির কালিতলা ঘাট থেকে জামথল ঘাট পর্যন্ত। ওইদিন সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের জামথল ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সি-ট্রাকের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই যাত্রী নিয়ে ‘শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত’ নামের সি-ট্র্রাকটি যাত্রী পারাপার শুরু করে।

শুরু থেকেই কম যাত্রী নিয়ে চলাচল শুরু করে সি-ট্রাক। কিন্তু সোমবার কালিতলা ঘাট ছাড়ার পর মাঝনদীতে গিয়ে এটি বিকল হয়ে যায়। ইঞ্জিন নষ্ট হওয়ায় মঙ্গলবার থেকে যাত্রী পারাপার বন্ধ আছে।

সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় আশাহত হয়েছেন দুই পাড়ের মানুষ। চালু হতে না হতেই বন্ধ হয়ে যাওয়ায় তারা নানা ধরনের মন্তব্য করছেন। তবে সি-ট্রাক চালু হওয়ার পর বগুড়া, জামালপুরসহ আশপাশের জেলাগুলো থেকে লোকজন প্রতিনিয়ত যাতায়াত করছিলেন।

রংপুরের বাসিন্দা হোসেন নামের একজন বলেন, সি-ট্রাকে ভ্রমণ করতে আমি এবং আমার সাত সহপাঠী রংপুর থেকে এখানে এসেছিলাম। এসে জানতে পারলাম কয়েকদিন ধরে সি-ট্রাক বন্ধ রয়েছে।


এদিকে সি-ট্রাক সার্ভিস বন্ধ হওয়ায় এই নৌরুটে খেয়া নৌকা, ভাড়া নৌকা এবং রিজার্ভ নৌকাগুলোতে যাত্রীর অতিরিক্ত চাপ বেড়ে গেছে। খেয়া নৌকাতে একশোর বেশি যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মোটরসাইকেলে পরিপূর্ণ ছিল নৌকাগুলো। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাডুবির আশঙ্কা রয়েছে।

সারিয়াকান্দি ঘাটে কথা হয় এনজিওকর্মী সংগ্রামের সঙ্গে। তিনি বলেন, আমি জামালপুরের সরিষাবাড়িতে চাকরি করি। বাড়ি সারিয়াকান্দির পারতিত পরল গ্রামে। সি-ট্রাক সার্ভিস বন্ধ থাকায় আমার চলাচলে অনেক অসুবিধা হচ্ছে।

সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জাহিদুল ইসলাম বলেন, ১২ আগস্ট জামথল ও কালিতলা ঘাটের মধ্যে সি-ট্রাকে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার শুরু হয়। ২৩ আগস্ট যাত্রী নিয়ে ঘাট ছাড়ার পর যমুনা নদীতে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়। পরে উদ্ধারকারী ফেরি এনে এটিকে ঘাটে নেওয়া হয়।

তিনি আরও জানান, ইঞ্জিন মেরামত করতে বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জ ডাকইয়ার্ড থেকে মেকানিক পাঠিয়েছে। তবে এটি মেরামত করতে আরও দুদিন সময় লাগবে বলে জানান তিনি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সি-ট্রাক বিকল হওয়ায় যাত্রী পারাপারে সমস্যা হয়েছে। বিআইডব্লিউটিসি ত্রুটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আশা করি খুব দ্রুতই ঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক হবে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন