পদ্মায় ধরা পড়ল ২২ কেজি ওজনের পাঙাশ


রাজবাড়ীর গোয়ালন্দে পরান হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, শুক্রবার ভোরে পরান হালদার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে তার জালে এ পাঙাশ মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় ২২ কেজি ১০০ গ্রাম।
তিনি আরও জানান, এরপর ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে এক হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
মাছটি দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়। স্থানীয় কয়েকজন জেলে জানান, এ বছর মাঝে মধ্যেই জালে বিভিন্ন রকম মাছ ধরা পড়ছে। এতে করে তাদের ধারদেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে দিন চলছে।
আবহমানকাল থেকে পাঙাস মাছ এদেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এক সময়ে পাঙাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচিত ছিল।
বর্তমানে পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্য দিন দিন হ্রাস পাচ্ছে। সাথে সাথে এর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পাঙাস মাছের উৎপাদনও ক্রমশ কমে যাচ্ছে।
এইচেকআর
