ধানক্ষেতে দুই যুবকের লাশ, পুলিশের ধারণা হত্যা

জয়পুরহাটের দুই উপজেলায় ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে ঘাতকরা পালিয়েছে।
শুক্রবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবক (২৯) ও ক্ষেতলাল উপজেলার দাশরা এলাকার অন্য একটি ধানক্ষেত থেকে গোলাম মওলা নামে অপর এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা ওই দুই যুবককে হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ছালাখুর এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃরেন্দ্রনাথ মণ্ডল জানান, ক্ষেতলাল উপজেলার সুর্যবান-বকশিপাড়া (ঢেলপি) এলাকার ধানক্ষেত থেকে দাশরা-মছন্দাল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম মওলার (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফেলে পালিয়েছে।
গোলাম মওলার পরিবার সূত্রে জানা যায়, গোলাম মওলা ক্ষেতলাল থানা বাজারে ক্ষুদ্র পরিসরে মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। প্রতিদিন তিনি দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু বৃহস্পতিবার রাতে বাড়িতে না আসার কারণে তার বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। পরে তারা সূর্যবান ও বকশিপাড়া (ঢেলপির) নামক স্থানের ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, এ ঘটনা দুটির রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
এইচেকআর