মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, মাদ্রাসার পরিচালক নিহত

রাতে মোটরসাইকেলে করে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন নুরুল। পথে গৌরনদীর বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নুরুল।
বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক মাদ্রাসার পরিচালক নিহত হয়েছেন।
গৌরনদী-গোপালগঞ্জ সড়কের বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম মোল্লা। তার বাড়ি গৌরনদীর পশ্চিম শাওড়া গ্রামে। তিনি পশ্চিম শাওড়া নুরানী মাদ্রাসার পরিচালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, রাতে মোটরসাইকেলে করে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন নুরুল। পথে বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নুরুল।
তিনি জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আগৈলঝাড়া থেকে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য নুরুলের মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএম