ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সাড়ে ৩ হাজার ভবন ভাঙতে মাঠে নামছে রাজউক

সাড়ে ৩ হাজার ভবন ভাঙতে মাঠে নামছে রাজউক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মোবাইল কোর্ট দিয়ে অভিযান পরিচালনা করে যেসব ভবনের সেটব্যাক অবৈধ সেগুলো ভাঙার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী। শনিবার (২৮ আগস্ট) পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে হেলে পড়া ৬ তলা ভবন ভাঙার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ রাজউক ও ডিএসসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাজউক চেয়ারম্যান বলেন, ‘ঢাকার দুই সিটিতে সাড়ে ৩ হাজার ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবন রয়েছে। এছাড়া আরও ১ হাজার ভবন তদন্তাধীন রয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। এ সংখ্যা আরও বাড়তে পারে। পুরান ঢাকাকে প্ল্যানে নিয়ে আসতে হলে এখানে কোনো বিল্ডিংয়ের অস্তিত্ব থাকবে না, সব ভেঙে ফেলতে হবে। এ জঞ্জাল কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। শত শত বছর ধরে হয়েছে। ঢাকার শুরুতে কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। তবে ঢাকা যতো উন্নত হচ্ছে এসবও উন্নত হচ্ছে। আপনারা দেখতে পাবেন পুরান ঢাকার ওয়ারি, ধানমন্ডি, গুলশান, বারিধারা এসব এলাকার পরিকল্পনা পর্যায়ক্রমে ভালোর দিকে গেছে।’

পুরান ঢাকার ঘনবসতির মধ্যে যেসব ভবন রয়েছে, তাদের যে সীমাবদ্ধতা সেগুলো ঠিক রেখে ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, ‘এ লক্ষ্যে রাজউক একটি প্রকল্প নিয়েছে। এ বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্টের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের আস্বস্ত করেছেন সহায়তার জন্য।’

ঢাকার নতুন ভবনও নকশার বাইরে গিয়ে করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গত দেড় বা প্রায় দুই বছর করোনা থাকায় আমাদের ভ্রাম্যমাণ আদালত বের হয়নি। এখন আবার নিয়মিত বের হচ্ছে। আমাদের ১৯টি টিম কাজ করছে। গত ১৫ দিনে এক কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। অবৈধ ভবন ভাঙার নির্দেশ দিয়েছি। সেপ্টেম্বরের মধ্যে এসব ভবন তারা নিজেরা না ভাঙলে, আমাদের নিজস্ব উদ্যোগে ভাঙা হবে। তবে সেই খরচ দিতে হবে ভবন মালিকদের। আমরা কাজ শুরু করব, আপনাদের সবার সহযোগিতা চাই। শুক্রবার (২৭ আগস্ট) পর্যন্ত ১৭টি ভবন পরিদর্শন করেছি। এ কাজ অব্যাহত আছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা কিন্তু শেষ নয়, অবৈধ ভবন ভাঙতে হবে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন