ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যা, গ্রেফতার ১

সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যা, গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব-আমঝুপি সড়কে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে হত্যার ঘটনায় সুমন হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুমন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামের শমসের আলীর ছেলে।

গত শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাতে সুমনকে নিজ এলাকা গ্রেফতার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, গুলির খোসা ও হেলমেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার (২৮ আগস্ট) রাতে মামলা তদন্তকারী কর্মকর্তা ও গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের বাবা মিনারুল ইসলাম দায়ের করা মামলার আসামি হিসাবে সুমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের সাথে জড়িতের বিষয়ে তথ্য নেওয়া হবে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, আটককৃত সুমনের দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত একটি নীল রঙয়ের এপাচি আরটি আর মোটরসাইকেল, একটি হেলমেট ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়াও খাদেমুলকে যে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের একাধিকদল কাজ করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে গাঁড়াডোব-আমঝুপি সড়কের খোকসা গ্রাম সংলগ্ন একটি আম বাগানের কাছে খাদেমুল ইসলাম (৩৫) নামে একজন সিটি ব্যাংকের এজেন্টকে গুলি করে হত্যা করে ছিনতাইকারীরা। খাদেমুল কোমরপুর থেকে ৪৬ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলযোগে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সে গাঁড়াডোব-আমঝুপি সড়কের খোকসা গ্রাম সংলগ্ন একটি আম বাগানের নিকট পৌঁছালে পিছন দিকে থেকে একটি মোটরসাইকেলযোগে ৩জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। 

ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এসময় ছিনতাইকারীরা তার পিঠে একটি গুলি করে পালিয়ে যায়। পরে পথচারীরা খাদেমুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন। পরে পথিমধ্যে তার মৃত্যু হয়।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন