আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছাত্রের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ না পেয়ে আত্মহত্যার হুমকি দেওয়া সেই ছাত্র অবশেষে পরীক্ষার ফরম পূরণ করার সুযোগ পেয়েছেন। তার নাম তানভীর ইসলাম। সে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ছাত্র। আজ সোমবার দুপুরে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে তার ফরম পূরণ সম্পন্ন হয়।
এর আগে গতকাল রবিবার বিকালে সে ‘এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবেন’ উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দেয়। এ নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
আবেদনপত্রে তিনি লিখেছিলেন, ‘আমি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি করোনাকালীন অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস করতে পারিনি। এজন্য আমি যাতে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারি সেজন্য অনুরোধ করতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কলেজে যান বাবা। তবে কলেজ কর্তৃপক্ষ তাকে অপমান করে।’
ওই ছাত্র আরও উল্লেখ করেন, অনলাইন ক্লাস না করলেও আমি প্রতিটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। কিন্তু আমার অনলাইন ক্লাসে অনুপস্থিতি এবং বাবার সঙ্গে তর্কের জের ধরে আমার পরীক্ষার ফরম পূরণ বাতিল করেন কলেজ অধ্যক্ষ। আমাকে কলেজে ডেকে নিয়ে জানানো হয়, আমি এ বছর আর পরীক্ষা দিতে পারবো না। এ বছর যদি আমাকে পরীক্ষার জন্য সুযোগ না দেওয়া হয় তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য ফরম পূরণের সুযোগ দিয়ে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন।’
ফরম পূরণ করার পর সেই ছাত্র তানভীন ইসলাম জানান, আমি পরীক্ষায় ভালো ফল করার লক্ষ্যে পড়াশুনা করে যাচ্ছি। প্রত্যাশিত ফল আসবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন জানান, শিক্ষকরা সব সময় ক্ষমাশীল। তাই তাকে ক্ষমা করে এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে দিয়েছি।
এইচেকআর