ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার কান বিচ্ছিন্ন

উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার কান বিচ্ছিন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্যাতনে এক বৃদ্ধা গৃহপরিচারিকার কান বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে । আহত গৃহপরিচারিকা রানু বেগম (৬০) হস্তিশুন্ড গ্রামের মৃত সাদেক সিকদারের স্ত্রী।

এ ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  আহত ও অভিযোগ সুত্রে জানা যায় ছাগলে সবজি বাগান খাওয়ার অযুহাতে হস্তিশুন্ড গ্রামের ইসমাইল হাওলাদার ও তার ছোট ভাই জিহাদ হাওলাদার, মা মাসুদা বেগম ঘর থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বোহরকাঠী বাজার নামক স্থানে নিয়ে রানু বেগমকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় ।

 এসময় তাদের হামলায় বৃদ্ধা রানু বেগমের  একটি কান বিছিন্ন হয়ে যায় । এসময় ডাকচিৎকার করলে প্রতিপক্ষরা চলে যায় । স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

 আহত রানু বেগম জানান আমার স্বামী ৫ বছর পূর্বে মারা গেছে। আমি ঈদগাঁহ বাজারে দোকানে দোকানে পানি দেই এবং মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে কাজ করে দুমুঠো খাবার এনে  কোন রকম সংসার চালাচ্ছি। আমাদের বসবাসের জন্য কোন জায়গা জমি নেই। হাটের সরকারি জমিতে বাশের ছাউনি দিয়ে ঘর তৈরি করে কোন রকম ঠাই নিয়েছি। গরীব অসহায় হওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে সর্ব শরীরের ইট দিয়ে আঘাত করেছে ও লাঠি দিয়ে পিটিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপর আমার কান ছিড়ে ফেলে স্বামীর স্মৃতি একজোরা সোনার দুল ছিল তাও নিয়ে যায় এবং এ বিষয়ে মামলা করলে আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকী দেয় ইসমাইল হাওলাদার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান আহত রানু বেগম বাদী হয়ে সোমবার ডল অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যায়কারীরা কোনক্রমেই ছাড় পাবেনা।   
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন