কলাপাড়ায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম

কলাপাড়ার স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হাওয়া বেগম (৪৫) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে গত শনিবার (২৮ আগষ্ট) রাতে ৮ টায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের মজিদ তালুকদারের ছেলে কামাল তালুকদারের সাথে একই গ্রামের মকবুল খাঁ'র মেয়ে হাওয়া বেগমের প্রায় ২৬ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে রয়েছে।
আহত হাওয়া বেগম জানান, আমার স্বামী তার বড় ভাইয়ের বউ এর সাথে অবৈধ সম্পর্ক করে আসছিল। এ নিয়ে ঝগড়া হত। ঘটনার দিন রাতে বিষয়টি তাকে মানা করা হলে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে আমার এমন অবস্থা করেছে।
পরে তার মা গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুল রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ আসনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমবি