ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন পল্লী বিদ্যুৎকর্মী 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন পল্লী বিদ্যুৎকর্মী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক সংযোগের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টায় দুর্ঘটনার শিকার লাইনম্যান আমানুদ্দিনকে (২৭) নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক। 

বিদ্যুৎস্পৃষ্ট আমানুদ্দিনের সহকর্মী হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, লাইনের রুটিন চেকআপের উদ্দেশ্যে রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন আমান। কিন্তু বৃষ্টির কারণে খুঁটি ও তার ভেজা থাকায় বৈদ্যুতিক শকের শিকার হন তিনি। 

এরপর প্রায় ২০ ফুট উঁচু খুঁটি থেকে ছিটকে পড়েন বিদ্যুৎস্পৃষ্ট আমান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

তবে দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন, আমানের শরীরের প্রায় ৩০ শতাংশ অংশ পুড়ে গেছে। এই অবস্থায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন যাবত শেরে বাংলা হাসপাতালের বার্ন ইউনিট চিকিৎসক সংকটে বন্ধ রয়েছে। তাই দ্রুত রোগীকে ঢাকায় নিতে পরামর্শ দেয়া হয়েছে। 

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.খোরশেদ আলম বলেন, রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা আমাকে ফোন দিয়ে দুর্ঘটনাটি জানায়। যতটুকু শুনেছি পল্লী বিদ্যুৎ থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করতে তারা এসেছিল।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন