ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

 ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণা

 ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীর সদর রোডে ‘প্রতীকী ডেঙ্গু’ নিয়ে জনসচেতনতা সৃষ্টি করেছেন লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে প্রতীকী ডেঙ্গুসহ প্রচারণা চালান তিনি। এ সময় ‘ঘরবাড়ি পরিস্কার রাখুন, ডেঙ্গু মশা ধ্বংস করুন’ লেখা সংবলিত একটি প্লাকার্ড প্রদর্শন করার পাশাপাশি নবীন মুখেও এই শ্লোগান দেন। পথচারীসহ জনগণ কৌতূহলী হয়ে তার প্লাকার্ড দেখেন এবং শ্লোগান শ্রবণ করেন।

মানুষকে এডিস মশার বিষয়ে সচেতন করার জন্যই এই উদ্যোগ নেয়ার কথা বলেন সাইফুল্লাহ নবীন। এ কারণে একজন মানুষ সচেতন হলেও তার উদ্যোগ সার্থক হবে বলে আশা করেন নবীন। 

এর আগে ‘প্রতীকী করোনা’ নিয়ে বরিশাল নগরীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়ে আলোচনায় আসেন চিত্রশিল্পী নবীন। 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন