ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

নেছারাবাদে স্কুলঘরে মোটর সাইকেলের গোডাউন

নেছারাবাদে স্কুলঘরে মোটর সাইকেলের গোডাউন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নেছারাবাদে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ মোটর সাইকেলের গোডাউন বানিয়ে কৃষ্ণ কান্ত দাস নামে এক ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। ওই ব্যবসায়ীর উপজেলা রোডে মোটর সাইকেলের একটি শোরুম রয়েছে। ওই বিদ্যালয়ের শ্রেণীকক্ষটি তিনি মটরসাইকেলের গোডাউন হিসেবে ব্যবহার করে শোরুমে ব্যবসা পরিচালনা করছেন। করোনায় দীর্ঘমাস যাবত স্কুল বন্ধ থাকায় তিনি সুযোগ নিয়ে স্কুলের শ্রেণীকক্ষটি গোডাউন হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়েছেন। তবে তিনি জানিয়েছেন স্কুল কমিটির অসিম কর্মকার নামে এক বড় ভাইয়ের অনুমতি নিয়ে স্কুল ঘরে তার শোরুমের গাড়ী রেখেছেন।

মোটর সাইকেল ব্যবসায়ী কৃষ্ণ কান্ত দাস বলেন আমি আমার শোরুমের গাড়ী স্বরূপকাঠি সর্বজনীন পূজা মন্দিরে রাখতাম। স্কুল বন্ধ থাকায় স্কুল কমিটির অসিম কর্মকার এক বড় ভাইয়ের কাছে অনুমতি নিয়ে কয়েক দিনের জন্য গাড়ী রেখেছি।

এব্যাপারে কথা বলার জন্য স্কুল কমিটির সহ-সভাপতি অসিম কর্মকারের সাথে কথা বলা সম্ভব হয়নি।

স্কুলের প্রধান শিক্ষক মো: সামছুল হক জানান, আমার কাছে অনুমতি না নিয়ে গাড়ীগুলো রাখা হয়েছে। স্কুল কমিটির সহ-সভাপতি অসিম বাবুর কাছে অনুমতি নিয়ে শ্রেণীকক্ষে গাড়ী রেখে ব্যবসা চলছে।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী জানান, আমি কিছু জানিনা। এখন দূরে আছি সরেজমিনে এসে দেখে আইননুযায়ি ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জানান, আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করে বিষয়টি দেখছি। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন