মসজিদের পাশের রুমে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্ষণ মামলার আসামিকে তিন ঘণ্টার মধ্যে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ববানপুর গ্রামের ববানপুর জামে মসজিদের মক্তবে পড়ুয়া ১১ বছরের প্রতিবন্ধী মেয়েকে মসজিদের পাশের রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আক্কাছ মিয়া (২৮)। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোর ৩টা ২০ মিনিটের দিকে মির্জাপুর চা বাগান থেকে অভিযুক্ত আক্কাছ মিয়াকে আটক করে। সে ববানপুর গ্রামের নওশাদ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ভুক্তভোগীর মা শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আক্কাসকে মির্জাপুর চা বাগান থেকে আটক করা হয়।
এমবি