সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করবে ‘পুলিশ নিউজ’: আইজিপি


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, দেশ-বিদেশে পুলিশের অর্জন ও পজিটিভ বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে নিউজ পোর্টাল চালু করেছে বাংলাদেশ পুলিশ।
ড. বেনজীর আহমেদ বলেছেন, নিউজ পোর্টালটির পৃথক রিপোর্টিং টিম থাকবে। এরা সকলেই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তরে ‘নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি’ (news.police.gov.bd) পোর্টালটির উদ্বোধনের সময় এসব কথা বলেন পুলিশের মহাপরিদর্শক।
আইজিপি আরও বলেন, পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুত সময়ে তুলে ধরা হবে। পুলিশ নিউজে পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে অনুমতি সাপেক্ষে তাদের নিউজগুলো ক্রেডিট দিয়ে ছাপানো হবে।
এইচেকআর
