ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে ১০ বান্ডিল চোরাই ক্যাবলসহ আটক ২

গৌরনদীতে ১০ বান্ডিল চোরাই ক্যাবলসহ আটক ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা থেকে চোরাই ১০ বান্ডিল অ্যালুমিনিয়াম ক্যাবলসহ দুজন অভিযুক্ত চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এই অভিযান চালায় গৌরনদী থানা পুলিশ। এ ঘটনায় আটক ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে গৌরনদী থানায়।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, পিরোজপুরের নেছারাবাদ থেকে বিপুল পরিমাণ চোরাই 
অ্যালুমিনিয়াম ক্যাবল মাহিলাড়া এলাকায় এনে মজুদ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় ১০ বান্ডিল চোরাই অ্যালুমিনিয়াম ক্যাবলসহ মেহেদী হাসান (২৯) ও ফয়জুল্লাহ (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করে তারা। বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয় ওই ক্যাবল। যার বর্তমান বাজার মূল্য ১৭ লাখ ১১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আফজাল হোসেন।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন