আগৈলঝাড়ায় পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋন বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী কর্তৃক কোভিড-১৯ প্রণোদনা পল্লী উদ্যোক্তাদের (এসএমই) ঋন বিতরণ করা হয়েছে।
এসময় সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বক্তব্যে রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউসিসিএ লিমিটেড’র সভাপতি বিউটি বেগম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় মন্ডল, জুনিয়র অফিসার রেজাউল করিম (হিসাব) সহ অন্যনরা। শেষে উপজেলার ৩৮ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকা ঋন বিতরন করা হয়েছে।
এইচেকআর