চরফ্যাসনে হত্যা মামলার চার আসামির যাবজ্জীবন

হত্যা মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চরফ্যাসন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। দণ্ড প্রাপ্ত আসামিরা হলেন শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা জামাল উদ্দিন চৌকিদারের ছেলে মোস্তফা, ভাই ইকবাল,পিতা জামাল উদ্দিন চৌকিদার ও ১নং ওয়ার্ডের বাসিন্দা নজীর আলী গাজীর ছেলে জয়নাল আবেদিন গাজী।
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেক কে একলক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড রায়ের ঘোষনা করেন।
আদালতের রায় সূত্রে জানা গেছে, দণ্ড প্রাপ্ত আসামীরা ৩২ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে গত ২০১৩ সালের মে মাসের ২০ তারিখ সোমবার বিকাল ৫টায় পরিকল্পিত ভাবে একই এলাকার বাসিন্দা মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০বছরের শিশু ছেলে কেফায়েত উল্লাহ রায়হানকে চৌকিদার বাড়ি সংলগ্ন ধান খোলা মাঠের পাশে গলা টিপে হত্যা করে।
আসামীরা এ হত্যাকাণ্ড অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে লুঙ্গি দিয়ে প্যাচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে শিশু রায়হানের মরদেহ। পরবর্তীতে নিহত রায়হানের পিতা মাওলানা নোমান ২০১৩ সালের জুন মাসের ১৫ তারিখে চরফ্যাসন জুডিশিয়াল কোর্টে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন।
এমবি