গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বরিশালের গৌরনদীতে ট্রাকচাপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গৌরনদীর বড় কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইয়েদ হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান জানান, ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের বড় কসবা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।
এসএম