বরিশাল বিভাগে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৬ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৩৭৩ জন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ভোলায় একজন, বরগুনায় দুইজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১ জনে।
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৫ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৩৭৩ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৮১৩ জন।
আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৬ জন নিয়ে ১৭ হাজার ৯৩৬ জন, পটুয়াখালীতে নতুন ১০ জন নিয়ে ৬ হাজার ৯৫ জন, ভোলায় নতুন ৩৩ জনসহ ৬ হাজার ৫৬৬ জন, পিরোজপুরে নতুন ৬ জনসহ ৫ হাজার ১৭১ জন, বরগুনায় নতুন ৬ জনসহ ৩ হাজার ৭৪৫ জন ও ঝালকাঠিতে নতুন ৫ জন নিয়ে ৪ হাজার ৫৫২ জন রয়েছেন।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে একজনের ও করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে।
যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৬ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪১০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৬ জনের মধ্যে ২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।
ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৭৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৭ জন করোনা ওয়ার্ডে ও ৩২ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ১৯৩ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১১ দশমিক ২৯ শতাংশ পজিটিভ শনাক্তের হার।
এসএম