ঢাকা সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে শীর্ষক ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গৌরনদীতে শীর্ষক ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা ও করোনা সম্মুখ যোদ্ধাদের জন্য মাসব্যাপী "করোনা মোকাবেলায় যোগাভ্যাস ও ন্যাচারোপ্যাথির ব্যবহার" শীর্ষক ফ্রী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে কোর্সটি ভার্চুয়াল পদ্ধতিতে জুম অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে।

গৌরনদী উপজেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় ও গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হারমনি ট্রাস্ট এর বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী এবং স্বাগত বক্তব্য রাখেন হারমনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাভ ভট্টাচার্য।  

মাসব্যাপী এই কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর ও ন্যাচারোপ্যাথিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হারমনি ট্রাস্টের আকুপ্রেশার ও রিফ্লেক্সোলজি বিভাগের প্রধান সৈয়দা শাহিদা সুলতানা। যোগ প্রশিক্ষক হিসেবে রয়েছেন হারমনি ট্রাস্টের কনসালটেন্ট ও থেরাপিউটিক ইয়োগা টিচার ইসরাত জাহান এশা । এ কোর্সের আওতায় সেপ্টেম্বর মাসে প্রতি শুক্র ও শনিবার সকাল ৮ টা হতে ৯টা পর্যন্ত ১ ঘন্টা করে মোট ৮টি ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্সটিতে প্রথম দিন ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কোর্স অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন