ছিনতাই মামলায় মনির মোল্লা গ্রেফতার

বরিশালের উজিরপুরে ছিনতাই মামলায় মনির মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে রূপাতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । এদিনই গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
শুক্রবার থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন । কারাগারে প্রেরণকৃত আসামী মনির মোল্লা উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাকাঠী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে ।
থানা সূত্রে জানা যায় বাবুগঞ্জ উপজেলায় ২৬ আগষ্ট বিকেলে রমযানকাঠী গ্রামের আলঙ্গির হোসেন তালুকদার শিকারপুর বাজার থেকে পাট বিক্রি করে বাড়ীর ফেরার উদ্দেশ্যে ভরশাকাঠী গ্রামের নদু হাওলাদারের বাড়ির সম্মুখে পৌছালে পরিকিল্পত ভাবে মনির মোল্লাসহ ১০/১২জন মিলে আলঙ্গির তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে ।
এসময় নগদ ৭৫ হাজার টাকা ও পরিহিত স্বর্ণের চেইন নিয়ে যায় তারা। এ ঘটনায় আলঙ্গির তালুকদার বাদী হয়ে মনির মোল্লাকে প্রধান আসামী করে সহ ১০/১২জনের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন । এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মনির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ ।
উজিরপুর মডেল থানার অফিসার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান আসামী মনির মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এইচেকআর