রিফাত হত্যায় খালাসপ্রাপ্ত আসামি মুসা বন্ড গ্রেফতার

দেশব্যাপী আলোচিত রিফাত হত্যার পলাতক আসামী ৫ মামলার গ্রেফতারী পরওয়ানা ভুক্ত মুসা ওরফে মুসা বন্ডকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের ঘনিষ্ঠ সহচর মুসা বন্ডকে বরগুনা শহরের মাছ বাজার এলাকা থেকে পৌনে বারটার দিকে গ্রেফতার করা হয় বলে সদর থানা সূত্রে জানা গেছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, রিফাত হত্যা মামলায় মুসা খালাস পেলেও তার নামে আরও ৫ টি মামলায় গ্রেফতারি পরওয়ানা রয়েছে। এতদিন ইন্ডিয়া পলাতক থাকার পরে গোপন সূত্রে তার দেশে আসার খবর নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।
এক সময়ের ছিচকে চোর থেকে ছিনতাই সন্ত্রাস বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতারকৃত মুছা রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছিল।
এমবি