বিসিসি’র ওয়ার্ড নির্বাচনে কর্মকর্তা নিয়োগ

দেশের চারটি সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ডের সাধারণ নির্বাচন করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২ সেপ্টেম্বর ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৫ অনুযায়ী নির্বাচন কমিশন সিটি করপোরেশনের সাধারণ আসনের কাউন্সিলরের শূন্য পদে উপনির্বাচন পরিচালনা করতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের ২৮ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং ও বরিশাল সদর থানা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ও ২২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৭৩ নং ওয়ার্ডের জন্য সবুজবাগ থানা নির্বাচন অফিসার ও ২২ নং ওয়ার্ডের জন্য লালবাগ থানা নির্বাচন অফিসারকে সহকারীকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ভোটে চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং ও চট্টগ্রামের কোতোয়ালি থানা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের ৯ নং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং ও রাজশাহী বোয়ালিয়া থানা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ইসি।
সূত্র : ঢাকা পোস্ট
এসএম