ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

নানা বাড়ি বেড়াতে এসে লাশ হল শিশু নুসরাত

নানা বাড়ি বেড়াতে এসে লাশ হল শিশু নুসরাত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নানা বাড়িতে বেড়াতে এসে বাড়িতে ফিরল আড়াই বছরের শিশু কণ্যা নুসরাতের লাশ। ঘটনাটি ঘটেছে শনিবার সাড়ে ১০ টায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নে এরাশাদ সেতু নামে খ্যাত ব্রিজ সংলগ্ন ভিটাবাড়িয়া - তারাবুনিয়া সড়কে। নিহত শিশু নুসরাত রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. রায়হানের মেয়ে ।  

স্থানীয় ও নিহত শিশুর স্বজনসূত্রে জানাগেছে, ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নজরুল ইসলাম সিকদারের বাড়িতে গত পাঁচ ছয়দিন পুর্বে মা নার্গিস বেগমের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নুসরাত ।  শনিবার সকালে বাড়ি সংলগ্ন কচাঁ নদীর পাড়ে শিশুটিকে বসিয়ে রেখে নানী নদীতে কাপর চোপর ধোয়ার কাজে ব্যাস্ত ছিল। 

এসময়  ভান্ডারিয়া গরুরহাট থেকে একটি ইঞ্জিন চালিত খালি  ট্রলার টেম্পু (ঢাকা মেট্রো-প-৫৬০) বেপরোয়া ভাবে চালিয়ে তারাবুনিয়ার দিকে যাওয়ার সময় শিশুটিকে চাঁপা দেয় । শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত  ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বরিশাল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া এক টায় মারা যায় নুসরাত।  

এ বিষয়ে  ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান,বরিশাল কোতয়ালী থানার ওসি লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে । টেম্পুটিকে জব্দকরা হলেও ড্রাইভার পলাতক। এদিকে শিশু নুসরাতের মৃত্যুতে স্বজন ও পরিবারে চলছে শোকের মাতম।
 

 

 

এস. সমদ্দার /এইচকেআর


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন