কাঠালিয়ায় দেড়শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কাঠালিয়ায় ১৫০ পিস ইয়াবা সহ সজিব মুন্সি (২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে পশ্চিম আউড়া গ্রামের জেলা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক সজিব ওই গ্রামের কালাম মুন্সীর ছেলে।
কাঠালিয়া থানার পুলিশ উপপরির্দশক মো: মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিবকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)’র পরিদর্শক মো: মাইনুদ্দিন বাদী হয়ে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এমবি