ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে নির্যাতন

    পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সাতকানিয়ায় স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী ও সন্তান কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন আবুল হোসেন ওরফে আবু ভান্ডারী (৫৫) নামের এক ব্যক্তি। বেদম প্রহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্ত্রী ও তার ছেলেকে আটক করে। বর্তমানে মা ও ছেলে দু’জনই থানা হেফাজতে আছেন।

    সোমবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ম্যাইঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আবু ভান্ডারীর স্ত্রী শাহিনা আকতারের সাথে দীর্ঘদিন ধরে ধর্মপুর ইউনিয়নের আলমগীর চৌধুরী বাড়ির মৃত ছাবের আহমদের ছেলে আবদুল কাদের ওরফে কাদেরের পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। গত কয়েকদিন আগে কাদের এবং শাহিন আকতারকে গোয়াল ঘরে আপত্তিকর অবস্থায় স্বামী আবু ভান্ডারী দেখে ফেলেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের বিচার দিলে কালিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও শাহিন আকতারের চাচাত ভাই নুরুল কবির বাবুসহ আরো কয়েকজন মিলে আপোষ মীমাংসা করে দেন। এ সময় উপস্থিত সালিশী মীমাংসাকারীরা কাদেরের কাছ থেকে আবু ভান্ডারীর বাড়িতে আর কখনো আসবে না মর্মে মুচলেকা নেন। সালিশী মীমাংসার কয়েকদিন পর গত সোমবার রাতে পুনরায় কাদের শাহিনের ঘরে আসলে স্বামী আবুল হোসেন ওরফে আবু ভান্ডারী প্রতিবাদ করেন। এ সময় আবু ভান্ডারী পরকীয়ায় বাধা দেয়ায় কাদেরের উপস্থিতিতে স্ত্রী শাহিন আকতার ও মায়ের পক্ষ নিয়ে ছেলে খাইরুল এনাম আবু ভান্ডারীকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার চেষ্টা চালান।

    মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতিত আবুল হোসেন ওরফে আবু ভান্ডারীকে উদ্ধার করে। স্ত্রী শাহিন আকতার ও ছেলে খাইরুল এনামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয়রা আবু ভান্ডারীকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।


    এ ব্যাপারে কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, বিষয়টি ১৫/২০ দিন আগে আমরা মীমাংসা করে কাদেরের কাছ থেকে মুচলেকা নিয়েছিলাম। এ ঘটনার আগে কাদেরের কারণে এক সন্তান ফেলে তার স্ত্রী ঘর ছেড়ে চলে গেছে।

    মারধরের শিকার আবু ভান্ডারী বলেন, ‘আমার স্ত্রীর সাথে প্রতিবেশী কাদেরের পরকীয়ার সম্পর্কটি জেনে আমি বাধা দিই। কিন্তু তারা আমার কথা শুনেনি। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে আবারও স্ত্রীর সাথে তর্ক হলে ছেলে ও স্ত্রী মিলে আমাকে দড়ি দিয়ে বেধে মারধর করে।’


    সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, মারধরের শিকার আবু ভান্ডারী তার স্ত্রীকে সন্দেহ করত। সে ঘটনায় গত সোমবার রাতে স্বামীকে দড়ি দিয়ে বেঁধে মারধর করে স্ত্রী ও সন্তান। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি আমাদের নজরে আসলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বৃদ্ধকে উদ্ধার করে স্ত্রী এবং ছেলেকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ