কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের পরিচালক রফিকুল ইসলামের ইন্তেকাল

কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস এর বরিশাল শাখার পরিচালক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা শেষ বিদায় জানাতে মরহুমের বাড়িতে ছুটে যান। পরে বাদ এশা নগরীর বটতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
এমবি