ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

লঘুচাপের আভাস, বাড়তে পারে তাপমাত্রা

লঘুচাপের আভাস, বাড়তে পারে তাপমাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আরেকটি লঘুচাপ সৃষ্টির প্রক্রিয়ায় বাড়ছে গরম। শনিবার (১১ সেপ্টেম্বর) নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সময় গরম কিছুটা বাড়বে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

বর্তমান অবস্থা অনুযায়ী, শুত্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিমি।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন