কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যানের মতবিনিময় সভা


পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ মতবিনিময় সভা করেন। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দায়িত্বপ্রাপ্ত কামান্ডার মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ওসি বনী আমিন, জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, বীর মুক্তিযোদ্ধা মো. মফিদুল ইসলাম দুলাল, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, মো. মোস্তাফিজুর রহমান, মোঃ জাহাঙ্গীর মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, আঃ জিয়াদ প্রমুখ।
তরিকুল ইসলাম/ এইচকেআর
