৮ অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের মধ্যে ৮টির বিষয়ে পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১২ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে রয়েছে হচ্ছে- বরিশাল দরগাহবাড়ি মনছুর মল্লিক এতিমখানার সম্পাদক ও মোতামিমের বিরুদ্ধে ভুয়া এতিমের তালিকা দিয়ে সমাজসেবা অফিস থেকে সরকারি অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযােগ প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে দুদক, সকেজা-বরিশালের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুদক টিম সরেজমিনে ওই মাদরাসা পরিদর্শনপূর্বক এতিমদের তালিকা সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। সেই সঙ্গে অভিযুক্ত মোহতামিমের বক্তব্য রেকর্ড করা হয়।
সত্যতা উদঘাটনের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে এতিমদের অনুমোদিত তালিকা সংগ্রহ করা হয়। এ সংক্রান্ত আরও তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।
এছাড়া, সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের ভ্যাটের চালান গ্রহণ বাবদ ঘুষ আদায়; মােবারক হােসেন মুক্তি নামীয় স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি খাস জমি অবৈধভাবে দখল; আঞ্চলিক পাসপাের্ট অফিসের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের সেবা প্রদানে ঘুষ দাবি; আঞ্চলিক পাসপাের্ট অফিসের কর্মচারীদের বিরুদ্ধে দালালদের সঙ্গে যােগসাজশে গ্রাহকের পাসপাের্ট সেবা প্রদানে ঘুষ দাবি; মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ ভুয়া বিল-ভাউচার তৈরি করে আত্মসাৎ; ইউপি সদস্যের বিরুদ্ধে দু:স্থ মহিলাদের জন্য বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরণ না করে আত্মসাৎ; ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিরুদ্ধে অনলাইনে গ্রাহকের তথ্য বহিরাগতের দিয়ে এন্ট্রি করে সরকারি বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড; জেলা প্রশাসক, চাঁদপুর; জেলা প্রশাসক, কুমিল্লা;জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ; পরিচালক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া; উপজেলা নির্বাহী কর্মকর্তা, শেরপুর সদর, শেরপুর; উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাড়াশ, সিরাজগঞ্জকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে দুদক।
এসএম