ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

কাঠালিয়ায় হাসপাতালের ব্রিজটি যেন মরন ফাঁদ

কাঠালিয়ায় হাসপাতালের ব্রিজটি যেন মরন ফাঁদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালাকাঠি জেলার কাঠালিয়া উপজেলা হাসপাতাল ( আমুয়া) পূর্ব পাড়ের ব্রিজ থেকে প্রতিদিন হাজার হাজার  মানুষের যাতায়াত । এই  পথের সাথে উপজেলার দেড় লাখ মানুষের চিকিৎসা সেবা জড়িত। কিন্তুু অর্ধ ভাঙ্গা এই ব্রিজটি পার হয়ে যেতে হয় জিবন মরন যুদ্ব করে । কারন এই আয়রন ব্রিজটি গত কয়েক বছর আগে একটি সিমেন্ট ভরা জাহাজের ধাক্কায় ব্রিজটির মাঝ বরাবর ভেঙে যায়। এরপর সংস্কার করা হলেও  নেই পাশের সেইফ এ্যংগেল।

বলা যেতে পারে প্রায় আনুমানিক ২০ বছর আগের এই ব্রিজ নির্মাণ করা হয়েছিল। ব্রিজের অবস্থা নাজেহাল দেখার মত কেউ নেই। জনগণের অভিযোগ প্রতিদিন চলাচলের জন্য  ব্রিজটি যত তাড়াতাড়ি সম্ভব  মেরামতের ব্যবস্থা করে দেওয়া হোক।

 

 

আসাদুজ্জামান সোহাগ /এইচকেআর 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন