ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

করোনায় মৃত্যু কমে ২৫, হাজারের নিচে শনাক্ত 

করোনায় মৃত্যু কমে ২৫, হাজারের নিচে শনাক্ত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৩৯৩ জন। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১ জন। ওই দিন সংক্রমিত হয়েছিল ১ হাজার ২৩৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৮১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৯৬ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ১১ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৬, খুলনায় ৪, সিলেটে ২ ও রংপুরে ২ জন মারা গেছেন। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন