ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • বিশ্বনন্দিত সুফি সাধক হযরত জালালুদ্দীন রুমীর স্মরণে সভা অনুষ্ঠিত

    বিশ্বনন্দিত সুফি সাধক হযরত জালালুদ্দীন রুমীর স্মরণে সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বনন্দিত ফার্সি কবি ও সুফি সাধক হযরত জালালুদ্দীন রুমীর জন্মদিনকে  সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলাধীন চিশতীনগর খানকায়ে চিশতীয়ায় এক বর্ণাঢ্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিনের সার্বিক পরিচালনায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

    এ উপলক্ষ্যে দেশব্যাপী রচনা প্রতিযোগিতা আহ্বান করা হয়। হযরত জালালুদ্দীন রুমীর জ্যোতির্ময় জীবনালেখ্য বিষয়ে আহ্বানকৃত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ এবং শরীয়তপুরের বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক অংশ গ্রহণ করেন।

     প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার প্রথম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার্থী আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল দ্বিতীয় এবং দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী আরিফা খাতুন রুবি এবং পন্ডিতসার টি এম গিয়াসউদ্দীন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী জেবা তাসনিয়া মনিকা যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন। পন্ডিতসার টি এম গিয়াসউদ্দীন মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবন্য চতুর্থ স্থান এবং সরকারি পূর্বমাদারিপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া পঞ্চম স্থান অধিকার করেন।

    অনুষ্ঠানে রুমীর বাংলায় অনূদিত কবিতা আবৃত্তি করেন ঢাকার ঋদ্বস্বর আবৃত্তি একাডেমির ছাত্রী সারিকা আহমেদ মৃদুলা এবং সরকারি কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি প্রশিক্ষক আবদুল্লাহ আল মাসুদ। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সরকারি এম এম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসরারুল হক চিশতী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার,ইরানের আল-মোস্তফা (সাঃ.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবু সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিশতীনগর খানকায়ের চিশতীয়ার বর্তমান সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ গোলাম মোদাসসের মাওলা।

    অনুষ্ঠানের শুরুতে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিমের শুভেচ্ছা বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে চিশতীনগর কাওয়াল গোষ্ঠী হযরত রুমী রচিত দুইটি ফার্সি গজল পরিবেশন করেন। শ্রোতাদের মধ্যে গজল দুটির বাংলা উচ্চারণ ও অর্থ সংবলিত পত্র বিতরণ করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ