ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

বিশ্রামে কাটবে জামালদের দিন

বিশ্রামে কাটবে জামালদের দিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


তিন দিন অনুশীলনের পর আজ (রোববার) জামাল ভূঁইয়াদের বিশ্রাম দিয়েছেন কোচ অস্কার ব্রুজন। আজ মাঠে অনুশীলন নেই বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের। সকালে জিম ও সুইমিং করে সময় কাটবে তাদের। 

কোচ অস্কারের স্কোয়াডে এখন ২৭ জন রয়েছেন। চার জন বাদ দিয়ে তিনি ২৩ জন নিয়ে রওনা হবেন। আজ রাত অথবা কাল দুপুরের মধ্যে দল চূড়ান্ত করবেন অস্কার। 

মালে যাওয়ার আগে আগামীকালই শেষ অনুশীলন সেশন। এর আগে খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাই করোনা পরীক্ষার নমুনা দেবেন।

বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলন শুরু করেছিলেন অস্কার। দুই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করানোর পর গতকাল বৃষ্টির জন্য কমলাপুর স্টেডিয়ামে করিয়েছেন। তিন দিনই প্রায় দুই ঘন্টা করে অনুশীলন করিয়েছেন অস্কার। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন