ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • কাঠবিড়ালি খাওয়া ‘সাদাঠোঁট সবুজ বোরা’ লাউয়াছড়ায় অবমুক্ত

    কাঠবিড়ালি খাওয়া ‘সাদাঠোঁট সবুজ বোরা’ লাউয়াছড়ায় অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে শ্রীমঙ্গলের চা বাগানের বাংলো থেকে উদ্ধার করা ‘সাদাঠোঁট সবুজ বোরা’ (White-lipped Pit Viper) সাপটি।

    মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহযোগিতায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি অবমুক্ত করেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে এ সাপটিকে প্রথম দেখতে পায় বাংলোর এক ফুলবাগান পরিচর্যাকারী (মালি)। পরে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানালে সজল সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

    স্বপন দেব সজল বলেন, দুপুর বেলা ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলো কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পিট ভাইপার সাপটিকে উদ্ধার করতে যাই। গিয়ে দেখি সাপটি দুর্বল অবস্থায় পড়ে রয়েছে। পিট ভাইপারটিকে দেখে বুঝতে পারি কোনো প্রাণীকে খেতে গিয়ে হয়তো সাপটির গলায় আটকে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাপটি মুখ থেকে সেটি বমি করে দেয়। তখন সাপটির মুখ থেকে মৃত কাঁঠবিড়ালি বের হয়ে আসে বলে জানান তিনি।

    এ বিষয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল হাসান বলেন, হোয়াইট-লিপড পিট ভাইপার কমন (সহজে দৃশ্যমান) সাপ। লাউয়াছড়াসহ সিলেট, চট্টগ্রাম এবং সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা বিষধর। এদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, পাখি, পাখির ছানা, ডিম, ইঁদুর ও কাঁঠবিড়ালি জাতীয় প্রাণী। এরা বৃক্ষচারী সরীসৃপ প্রাণী।

    তিনি আরো বলেন, পিট ভাইপারটি একটি কাঠবিড়ালিকে ধরে খেতে গিয়ে গিলতে না পারায় তা গলায় আটকে দুর্বল হয়ে পড়েছিল। তখন সে সবার দৃষ্টিতে পড়ে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ