ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জে ডে খানের সাথে মজিবর রহমান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ  বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব নুরুল হুদা ফয়েজীর ইন্তেকাল যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই আগৈলঝাড়ায় প্রতারণা মামলায় পিতা-পুত্র গ্রেফতার দৌলতখানে একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা  চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ ৫ দফা দাবিতে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে শিক্ষার্থীরা  আইনজীবীদের নিয়ে কটূক্তি, সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা  কাউখালীতে ইউপি সদস্য গ্রেফতার ৩ বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
  • সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঢাবি ছাত্রীর

    সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঢাবি ছাত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের  সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন একই বিভাগের এক নারী শিক্ষার্থী। অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন কবির আহাম্মেদ কৌশিক। তারা দুজনই মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। হয়রানির বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী। বিষয়টি জানতে তাদের দুজনকে বৃহস্পতিবার ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

    বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), প্রক্টর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কাছে এই বিষয় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।

    লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেছেন, 'অভিযুক্ত কৌশিক পড়াশোনার বিষয়ে আলোচনা করবে এমন কথা বলে গত সোমবার (২৭ সেপ্টেম্বর) তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি দুপুরে বিভাগী সেমিনার লাইব্রেরিতে দেখা করতে আসলে ওই ছাত্রীকে তিন দফায় যৌন হয়রানি করে।'

    ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগপত্রে ওই ছাত্রী দাবি করেন, বিভাগীয় সেমিনারে কৌশিক হঠাৎ তাকে জড়িয়ে ধরেন।  তখন সেমিনারে কেউ ছিলো না। ঘটনার আকস্মিকতায় আমি অপ্রস্তুত হয়ে পড়ি এবং রেগে যাই। এরপর কৌশিক ব্যাপারটা স্বাভাবিক করার চেষ্টা করে এবং পড়াশোনা সংক্রান্ত আলোচনা শুরু করে। এরপর নিজেকে সামলে নিয়ে যখন সেমিনার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি, তখন সে আমার পথ আগলে ধরে আমাকে আটকানোর চেষ্টা করে। এ সময় সে পুনরায় অশালীনভাবে স্পর্শকাতর স্থানে বাজেভাবে স্পর্শ করে বলে অভিযোগ করেছেন তিনি।

    যোগাযোগ বৈকল্য বিভাগের ওই ছাত্রী অভিযোগ করে বলেন, ‘কি করবো বুঝতে না পেরে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সেমিনার থেকে বের হয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে সিঁড়ি দিয়ে নিচে আসার চেষ্টা করি। এমন সময় সে পেছন থেকে এসে আবারও আমার পথরোধ করে এবং সপ্তম তলার সিঁড়িতে আমাকে দ্বিতীয় বারের মতো যৌন নির্যাতন করে। আমি তাকে ছেড়ে দেওয়ার জন্য যতই অনুনয় বিনয় করি, ততই সে ক্ষিপ্রতার সঙ্গে আমার শরীরে রীতিমতো স্পর্শ করতে থাকে। তখন আমার মনে হয়েছে সে আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। ধ্বস্তাধস্তির একপর্যায়ে সে আমাকে ধাক্কা দিলে সিঁড়িতে পড়ে যাই। আমি কোনোভাবে ঘটনাস্থল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে পড়ি এবং সে আমার পিছু নেয় লাইব্রেরি পর্যন্ত। লাইব্রেরিতে উপস্থিত আমার সিনিয়র আপুদের কাছে বিষয়টা জানালে তারা আমাকে বাসায় নিয়ে আসে।'

    ছাত্রী বলেন, ‘পরবর্তীতে ঘটনার দিন সন্ধ্যা থেকে আমাকে লাগাতার ফোন দিতে থাকে। আমি তাকে ম্যাসেজ দিই, তার আচরণে আমি ক্ষিপ্ত, সে যা করেছে এটা সম্পূর্ণ অন্যায় এবং এরপর থেকে আমি তার সাথে কোনো রকম যোগাযোগ করতে চাই না। ম্যাসেজ পাওয়ার পর থেকে সে আমাকে অনবরত ফোন করতেই থাকে। আমি একবারও ফোন রিসিভ করিনি। মানসিকভাবে এতোটাই বিপর্যস্ত হয়ে পড়ি যে বাসায় ফেরার পর আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই।

    লিখিত অভিযোগে ওই ছাত্রী আরো বলেন, ঘটনার পরের দিন দুপুরে বেলা কৌশিক আমার বাসার গেটে এসে হাজির হয় এবং দরজায় সজোরে ধাক্কা দিতে থাকে। কৌশিক দারোয়ানকে বলে আমি তার ছোটোবোন এবং আমি অসুস্থ তাই সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে এসেছে। এই মর্মে দারোয়ান তাকে ভেতরে ঢুকতে অনুমতি দেয়। আমার ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ার পর আমি ডোর হোল দিয়ে তাকে দেখে আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং আমার প্যানিক অ্যাটাক শুরু হয়। সে সময় আমার বাসার গৃহকর্মী ছাড়া ফ্ল্যাটে অন্য কেউ ছিলো না। সে দরজার বাইরে থেকে চিৎকার করে আমার নাম ধরে ডাকতে থাকে। আমার গৃহকর্মী বারবার বলতে থাকে যে বাসায় কেউ নেই। সে সজোরে দরজায় ধাক্কা দিতে থাকে এবং ভেতর থেকে দরজা না খোলায় সিঁড়িতে বসে থাকে। এমন সময় বাসার দারোয়ান শব্দ শুনে ওপরে এসে তাকে বাসা থেকে বের করে।

    কিন্তু সন্ধ্যে সোয়া সাতটায় আমি বাসা থেকে বাজার করার জন্য বের হয়ে দেখি সে তখনও আমার বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে এবং আবারও রাস্তায় আমার পথরোধ করে সিন ক্রিয়েট শুরু করে। আমি কোনোমতে একটা রিকশায় উঠে স্থানত্যাগ করি। বর্তমানে আমি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি এবং সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

    এই বিষয়ে জানতে চাইলে কবির আহাম্মেদ কৌশিক বলেন, আবেগের বশবর্তী হয়ে এটা করেছি। আমার উচিত হয়নি। কি করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি তার শরীরে হাত দিয়েছি আর কি। প্রক্টর স্যার আমাকে ডেকেছেন। স্যারের সঙ্গে বিস্তারিত বলবো।

    ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছেন নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘তদন্তের পর অভিযোগের প্রমাণ পেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ