ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা!

ভাইকে ফাঁসাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়ার ধনুট উপজেলার চালাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে ফাঁসাতে স্ত্রী স্বপ্ন খাতুনকে (৩৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চালাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনায় নিহতের স্বামী বাহেচ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চালাপাড়া গ্রামের মৃত মতরাজ আলীর ছেলে বাহেচ আলী। তিনি পেশায় একজন চা বিক্রেতা। নিজ ছোট ভাই বেলালের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছে তার।

জানা গেছে, শুক্রবার (১ অক্টোবর) দিনহত রাত ৩টার দিকে স্ত্রী স্বপ্নাকে চায়ের দোকানে ডেকে নেন বাহেচ। স্বপ্না দোকানে আসা মাত্রই তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন তিনি। একপর্যায়ে স্বপ্নার মৃত্যু নিশ্চিত করে বাড়িতে ফিরে বাহেচ চিৎকার শুরু করেন। পরে বলতে থাকেন তার ভাই বেলাল স্বপ্নাকে কুপিয়ে খুন করেছে। এ সময় আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা স্বপ্নাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসে। পরে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে শনিবার (২ অক্টোবর) ভোরে স্বপ্নার স্বামী বাহেচকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধুনট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ ভাইকে ফাঁসাতে বাহেচ স্বপ্নাকে খুন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন