ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

কাদের মির্জার অনুসারী ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কাদের মির্জার অনুসারী ১৪ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন সজলকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা শহর মাইজদী বাজারের দীঘির পাড় এলাকা থেকে আজ রবিবার দুপুর ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি কাদের মির্জা ঘোষিত কথিত উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বসুরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা আক্তার হ্যাপীর পুত্র। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন