ঢাকা বুধবার, ১২ নভেম্বর ২০২৫

Motobad news

টয়লেট থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করলো পুলিশ

টয়লেট থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করলো পুলিশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজোয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট থেকে প্রেমিক যুগলকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় থানা সূত্র বলছে, উপজেলার বিলচাপড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহাগ হোসেনের (২০) সঙ্গে প্রায় দুই বছর আগে ওই মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহাগ হোসেন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেখান থেকে ছুটি নিয়ে রবিবার সকালের দিকে ওই মাদরাসায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। একপর্যায়ে তারা মাদরাসার টয়লেটে প্রবেশ করেন।

এ দৃশ্য দেখে স্থানীয়রা বাহির থেকে টয়লেটের তালা লাগিয়ে দেয়। তখন অবস্থা বেগতিক ভেবে সোহাগ হোসেন ৯৯৯-এ ফোন করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক যুগলকে টয়লেট থেকে ২ ঘণ্টা পর উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

ধুনট থানার এসআই রুহুল আমীন খান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে প্রেমিক-প্রেমিকাকে মাদরাসা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন